প্রথমবার এএফসির চ্যাম্পিয়ন আল আহলি
প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা জয় করেছে আল আহলি সৌদি। জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলেকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ৩৫তম মিনিটে কাওয়াসাকির জালে প্রথম বল পাঠায় আল আহলি। ফিরমিনো বল দেন আরেক ব্রাজিলিয়ান গালেনোকে। ২৫ মিটার দূর থেকে শট নিয়ে বল জালে ফেলেন গালেনো।
৭ মিনিট পরেই দ্বিতীয় গোল পায় আল আহলি। ফিরমিনো আবারও মুখ্য ভূমিকা রাখেন। ডান পাশে আগাতে আগাতে বক্সে একটি পাস বাড়ান, যেটি আইভরিয়ান তারকা ফ্রাংক কেসিয়ে মাথা ছুঁইয়ে জালে পাঠান।
তৃতীয়বারের মতো ফাইনাল উঠে অবশেষে শিরোপা জয়ের গৌরব অর্জন করে আল আহলি। এর আগে ১৯৮৬ ও ২০১২ সালের রানার্সআপ হয়েছিল দলটি।