আরও একটি ম্যাচ হেরে যা বললেন ধোনি
চলতি আইপিএলে যেন নিজেদেরই হারিয়ে খুঁজছে চেন্নাই সুপার কিংস। দলটিকে এত অসহায় আগে কখনো দেখা গেছে কিনা সেটিই এখন প্রশ্ন। কেননা একের পর এক ম্যাচ হেরেই চলেছে মহেন্দ্র সিং ধোনির দল।
শনিবার চেন্নাই হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এদিন টানটান উত্তেজনার ম্যাচে আরসিবি-র কাছে মাত্র ২ রানে হেরে বসে সিএসকে। আর এই হারের পর নিজের ঘাড়ে সব দোষ তুলে নেন সিএসকে-র বর্তমান অধিনায়ক এমএস ধোনি।
গতকাল ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হতাশ ধোনি সাফ বলে দেন, ‘আমার মনে হয়েছে, আমার আরও কয়েকটি শট মারা উচিত ছিল, এবং চাপ কমানো উচিত ছিল, তাই এই হারের জন্য আমি দায় নেব। দোষ আমার।’
ধোনি বলেন, ‘ডেথ ওভারে শেফার্ড দুর্দান্ত ব্যাট করেছে, আমরা যেভাবেই বল করতাম না কেন, ও সর্বোচ্চ রানের জন্য এরকম ভাবেই ব্যাট করত। ওকে থামানো কঠিন ছিল।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের আরও ইয়র্কার অনুশীলন করতে হবে। প্রায়শই, যখন ব্যাটাররা মারতে শুরু করে, তখন আপনাকে ইয়র্কারের উপর নির্ভর করতে হয়। যদি আপনি ইয়র্কারে বল না করতে পারেন, তাহলে নিচু ফুল টসই পরবর্তী সেরা বিকল্প। পাথিরানার মতো একজন, ওর গতি আছে, বাউন্সারও করতে পারে, এবং যদিও ইয়র্কার মিস করে, তাহলে ব্যাটসম্যান তো মারার সুযোগ পেয়েই যাবে।’
এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ২১১ রানে থেকে যায় সিএসকে-র ইনিংস। ম্যাচের পর ধোনি অবশ্য ব্যাটিং বিভাগ নিয়ে মোটের উপর সন্তুষ্ট। বলেন, ‘সব ব্যাটার প্যাডেল শট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আধুনিক যুগে ব্যাটারদেরএটা অনুশীলন করা উচিত। আমাদের দলেরও বেশির ভাগ ব্যাটাররা এটি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। জাদেজা সেই শটটি খেলছিল বটে, তবে ও গ্রাউন্ড শটগুলিকে বেশি খেলছিল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা একটু পিছিয়েই ছিলাম। কিন্তু এই ম্যাচে একটি বিভাগ হিসেবে খুব ভালো ব্যাটিং হয়েছে।’