রোমাঞ্চকর ম্যাচের পর অপেক্ষায় রইল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ০৯:২২
শেয়ার :
রোমাঞ্চকর ম্যাচের পর অপেক্ষায় রইল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের সামনে শিরোপার হাতছানি ছিল। তবে বুন্ডেসলিগায় মাঠে নেমে শুরুটা মোটেও ভালো হলো দলটির। প্রথমার্ধেই হজম করে বসল দুই গোল। অবশ্য সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধের দাপুটে পারফরম্যান্সে রোমাঞ্চ জাগিয়ে জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগাল তারা। কিন্তু শেষ মুহূর্তে গোল করে আবার সবকিছু বদলে দিল লাইপজিগ।

শনিবার রেড বুল অ্যারেনায় নাটকীয়তায় ভরা ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বেনিয়ামিন সেসকো ১১ ও লুকাস ক্লস্টারমানের ৩৯তম মিনিটের নৈপুণ্যে এগিয়ে থেকে বিরতিতে যায় লাইপজিগ। পরে এরিক ডায়ার ৬২, মাইকেল ওলিসে ৬৩ ও লেরয় সানের ৮৩ মিনিটের গোলে আগেভাবে শিরোপা নিশ্চিতের আশা জাগায় বায়ার্ন। কিন্তু শেষ মিনিটে তাদের অপেক্ষা বাড়ান পলসেন।

যওি দুই ম্যাচ হাতে রেখে বায়ার্নের শিরোপা নিশ্চিত করার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। ফ্রেইবুর্কের মাঠে রবিবার বায়ার লেভারকুজেন পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মিউনিখের দলটি।

লিগে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে ৩৩ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট হলো ৭৬। এক ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন। ৩২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লাইপজিগ।