নিষিদ্ধ হয়ে ভারত থেকে দ. আফ্রিকা ফিরেছিলেন রাবাদা

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫, ২০:৫০
শেয়ার :
নিষিদ্ধ হয়ে ভারত থেকে দ. আফ্রিকা ফিরেছিলেন রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালেই প্রায় এক মাস আগে ভারত ছেড়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছিলেন গুজরাট টাইটানস এবং দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তখন গুজরাট রাবাদার দেশে ফেরার কারণ ‘ব্যক্তিগত’ হিসেবে উল্লেখ করেছিল। তবে আজ শনিবার রাবাদই জানালেন ‘বিনোদনমূলক ড্রাগ’ ব্যবহারের দায়ে নিষিদ্ধ হয়েই দেশে ফিরতে হয়েছিল তাকে। 

এক বিবৃতিতে রাবাদা জানান, এটি নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ হিসেবেই দেখছেন তিনি। তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়নি যে রাবাদা কোন ধরনের বিনোদনমূলক ড্রাগ নিয়ে ‘পজেটিভ’ হয়েছিলেন। 

রাবাদা বলেছেন, ‘প্রতিবেদনগুলোতে যেভাবে বলা হয়েছে, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএলে খেলা থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি। আসলে বিনোদনমূলক ড্রাগ ব্যবহার করার পর ফলাফল নেতিবাচক আসায় আমার দেশে ফিরতে হয়েছে। যাদের আমি হতাশ করেছি তাদের সকলের কাছে আমি গভীরভাবে দুঃখিত।...আমি একটি অস্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছি এবং আমি আমার প্রিয় খেলায় ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

দক্ষিণ আফ্রিকার এই পেসার আরও বলেন, ‘আমি একা এই পরিস্থিতি একা সামলাতে পারতাম না। আমি আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং গুজরাট টাইটানসকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আমার আইনি দলকে তাদের নির্দেশনা এবং পরামর্শের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে তাদের বুঝতে পারা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

চলতি আইপিএলে দেশে ফেরার আগে গুজরাটের হয়ে প্রথম দুইটি ম্যাচে অংশ নিয়েছিলেন রাবাদা। এরপর থেকেই অনুপস্থিত তিনি। যদিও রাবাদার অনুপস্থিতিতে গুজরাটের পেস বোলিং ইউনিটকে ভালোভাবেই সামলাচ্ছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা এবং জেরাল্ড কোয়েটজির মতো খেলোয়াড়রা।