স্যামসনকে নিয়ে যে মন্তব্যে এবার ৩ বছর নিষিদ্ধ শ্রীশান্থ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১৫:০২
শেয়ার :
স্যামসনকে নিয়ে যে মন্তব্যে এবার ৩ বছর নিষিদ্ধ শ্রীশান্থ

২০২৪ সালের ডিসেম্বরে ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় ভারত জাতীয় দলে খেলা সঞ্জু স্যামসনকে। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও জায়গা হয়নি স্যামসনের। এই ঘটনায় তখন কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) ওপর ক্ষোভ ঝেড়েছিলেন কেরালা ও ভারত জাতীয় দলের সাবেক পেসার এস শ্রীশান্থ। 

ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে স্যামসনকে বাদ দেওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বিবেচনা করা হয়নি তাকে। ক্রিকেট বোর্ড নিয়ে এমন মন্তব্য করায় শ্রীশান্থের ওপর খড়গ আরোপ করা হলো। 

অ্যাসোসিয়েশনের সকল ক্রিকেট কার্যক্রম থেকে শ্রীশান্থকে তিন বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেসিএ। গত ৩০ এপ্রিল কোচিতে অনুষ্ঠিত কেসিএ-র বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেরালা ক্রিকেট লিগের (কেসিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল অ্যারিস কোল্লাম সেইলার্সের যৌথ মালিক শ্রীশান্ত।

কেসিএ কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল অ্যারিস কোল্লাম সেইলার্সকেও। তবে তাদের জবাব সন্তোষজনক মনে হওয়ায় ক্লাবটির বিপক্ষে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে তারা। যদিও ফ্র্যাঞ্চাইজিটিকে টিম ম্যানেজমেন্টে নতুন সদস্যদের নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

কেরালার ক্রিকেট অ্যাসোসিয়েশন সঞ্জু স্যামসনের বাবা স্যামসন বিশ্বনাথের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার সিদ্ধান্তও নিয়েছে। তিনি নাকি মিডিয়াতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। 

প্রসঙ্গত, পেশাদার ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছিলেন সাবেক পেসার শ্রীশান্থ। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। যদিও পরে তা কমিয়ে আনা হয় ৭ বছরে।