‘বুমরাহ বোলিংয়ের ব্র্যাডমান, অস্ট্রেলিয়ানরা তাকে ভয় পায়’

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১৪:০৩
শেয়ার :
‘বুমরাহ বোলিংয়ের ব্র্যাডমান, অস্ট্রেলিয়ানরা তাকে ভয় পায়’

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীদের স্বীকৃতি হিসেবে পাওয়া ‘পার্পল ক্যাপের’ দৌড়ে কমই দেখা যায় ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহকে। এর বড় একটি কারণ, বুমরাহর ৪ ওভার খুব দেখেশুনেই খেলেন প্রতিপক্ষের ব্যাটাররা। যেই চাপকে কাজে লাগিয়ে উইকেট আদায় করে নেন অন্য বোলাররা।

চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৭ ম্যাচে ১৬৮ বল করেছেন বুমরাহ। যেখানে মাত্র ১৯৫ রান খরচ করেছেন তিনি, শিকার করেছেন ১১ উইকেট। অর্থাৎ, রানবন্যার আইপিএলে ওভারপ্রতি মাত্র ৬.৯৬ রান করে দিয়েছেন তিনি। প্রতি ম্যাচেই প্রায় ১০টি করে ডট বল দিচ্ছেন তিনি। 

পিঠের ইনজুরির কারণে এবারের মৌসুমে প্রথম চারটি ম্যাচ মিস দিতে হয়েছিল তাকে। প্রথম দিকে খুব একটা সুবিধা করতে পারছিল না মুম্বাইও। প্রথম ৫ ম্যাচে মাত্র ১টি জয় দেখা দলটি টানা ৬ জয়ে পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বুমরাহ নিজের প্রথম দুই ম্যাচে ছন্দ ফিরে না পেলেও পরের পাঁচ ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে সবশেষ দুইটি ম্যাচে ৮ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। 

মুম্বাইকে জয়ের ধারায় ফিরিয়ে অপ্রতিরোধ্য করার ক্ষেত্রে বুমরাহর ভূমিকা যে অনন্য সেটা বোঝা গেছে তার পরিসংখ্যানেই। ক্রিকেটে তার ইমপ্যাক্ট দেখে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস তো তাকে উল্লেখ করলেন বোলিংয়ের ব্র্যাডমান হিসেবেই!

ক্রিকবাজকে গিলক্রিস্ট বলেন, ‘সে সম্ভবত সর্বশ্রেষ্ঠ বোলার, সর্বকালের সেরা পেস বোলার। যখন আপনি কারো পরিসংখ্যান এবং বিভিন্ন কন্ডিশনের পারফরম্যান্স ঘাটতে যাবেন, তখন আমার মনে হয় আপনি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরিসংখ্যান দেখে তাকে তার সমকক্ষদের তুলনায় অনেক এগিয়ে রাখবেন। আমার মনে হয় বুমরাহও একই ধরনের। বিভিন্ন কন্ডিশন এবং পিচে বল করার ক্ষেত্রে বুমরাহ এমন। সে অন্যান্য বোলারদের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে। এটা আমাদের জানান দেয়, আমরা আসলেই একজন কিংবদন্তি দেখছি।’

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ বর্ডার-গাভাস্কার ট্রফির সবশেষ আসরে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হারে ভারত। তবে বুমরাহর কারণে কখনো স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে মাত্র ১৩ গড়ে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। গিলক্রিস্ট মনে করেন, ‘অস্ট্রেলিয়ানরা বুমরাহকে যেমন ভয় পায় তা কখনো কোনো ভারতীয় বোলারকে পায়নি।’