জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকাকে সামনে আনলেন শিখর

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১১:৩৯
শেয়ার :
জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকাকে সামনে আনলেন শিখর

অবশেষে সব জল্পনার অবসান হলো। গত কয়েক মাস ধরে সোফি শাইনের সঙ্গে শিখর ধাওয়ানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ধাওয়ান তাতে সিলমোহর দিয়েছেন। নতুন প্রেমিকার সঙ্গে ছবি প্রকাশ করে নিজের প্রেমের কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। আর তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি। তার পরেই সেই পোস্ট ভাইরাল। সকলে ধাওয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুবাইয়ে ধাওয়ানের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সোফিকে। তার পরেই গুঞ্জন শুরু হয়েছিল যে ধাওয়ান আবার প্রেম করছেন। ইঙ্গিত দিলেও সরাসরি সেই কথা এত দিন স্বীকার করেননি ধাওয়ান। অবশেষে তিনি জানিয়ে দিয়েছেন, তারা প্রেমের সম্পর্কে রয়েছেন।