ছিটকে গেছেন মুম্বাইয়ের তরুণ স্পিনার

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ১৮:৩২
শেয়ার :
ছিটকে গেছেন মুম্বাইয়ের তরুণ স্পিনার

বড় ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন দলের তরুণ বাঁহাতি স্পিনার বিগনেশ পুথুর। চোটের কারণে তিনি এই মৌসুমের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।

এর আগে এই আইপিএলেই মার্চ মাসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পুথুরের অভিষেক হয়। যেখানে প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে পুথুর ৩টি মূল্যবান উইকেট নেন। মহেন্দ্র সিং ধোনিও তার বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন।

পুথুরকে নিয়ে মুম্বাই একটি বিবৃতিতে জানিয়েছে দুই পায়ের শিন বোনে স্ট্রেস রিয়্যাকশনের কারণে আইপিএলের বাকি ম্যাচ আর খেলতে পারবেন না। ফলে তাকে পুরো মৌসুমের জন্যই বাদ পড়তে হয়েছে। এই কঠিন সময়ে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি তরুণ স্পিনারের পাশে দাঁড়িয়েছে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেও, তিনি মুম্বাই দলের সঙ্গেই যুক্ত থাকবেন।

এদিকে আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলির জন্য চোট পেয়ে ছিটকে যাওয়া বিগনেশ পুথুরের বদলি হিসেবে লেগ-স্পিনার রঘু শর্মাকে চুক্তিবদ্ধ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জলন্ধরের ৩২ বছর বয়সী ডানহাতি লেগ স্পিনার রঘু পাঞ্জাব এবং পুদুচেরির হয়ে খেলেছেন।

 এই মুহূর্তে ১০ ম্যাচে ১২ পয়েন্ট এবং +০.৮৮৯ নেট রান-রেট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বাই। তারাও প্লে-অফে পৌঁছানোর বড় দাবীদার হয়ে উঠেছে।