বড় অঙ্কের জরিমানা গুনলেন আইয়ার
চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বিদায় করে দিয়েছে পাঞ্জাব কিংস। প্লে অফের দৌড়ে থাকা দলটির জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে ম্যাচ সেরা হয়েও বড় অঙ্কের জরিমানা গুনলেন এই তারকা ব্যাটার।
বুধবার ম্যাচের নির্ধারিত সময়ে পাঞ্জাব ২০ ওভার বল করতে পারেনি। এক ওভার কম করেছে। সে কারণে ম্যাচের সময় একটি ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডারও রাখতে হয়েছে দলটিকে। আর মন্থর ওভার রেটের কারণেই শ্রেয়াসের ১২ লাখ রুপি জরিমানা হয়েছে।
এদিন চেন্নাই আগে ব্যাট স্যাম কারেনের ৮৮ রানের সৌজন্যে ১৯০ রান তুলেছিল। যুজভেন্দ্র চাহাল ৩২ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন। ডেওয়াল্ড ব্রেভিস ৩২ রান করেন। জবাবে প্রভসিমরন সিংহ (৫৪) এবং শ্রেয়াসের (৭২) ইনিংসে ভর করে জিতে যায় পঞ্জাব।