ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
চলতি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মাঠে সেমিফাইনালের প্রথম লেগে ড্র করে স্বস্তি নিয়ে ফিরেছিল ইন্টার মিলান। তবে ইতালিয়ান জায়ান্টদের দুর্ভাবনা সঙ্গী হয়েছে। কেননা দলটির বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ চোট শঙ্কায় পড়েছেন।
আগামী মঙ্গলবার ফিরতে লেগে ঘরের মাঠ সান সিরোয়ে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। যেখানে এটিকে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। কিন্তু তিনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্তিনেজকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন।
প্রথম লেগে খেলার প্রথমার্ধে পায়ে টান লাগে মার্তিনেজের। তখন তার চোখেমুখে স্পষ্ট ছিল অস্বস্তির ছাপ। তবুও খেলা চালিয়ে প্রথমভাগ শেষ করেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি ইনজাগি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভুগছেন এই ২৭ বছর বয়সী। কাতালান ক্লাবটির বিপক্ষে আসছে লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে শঙ্কার কথা মুভিস্টার প্লাসকে বলেন ইনজাগি।
ইনজাগি বলেন, ‘লাওতারো (মার্তিনেজ) পায়ে অস্বস্তি অনুভব করছিল এবং আগামীকাল আমরা কিছু পরীক্ষার পর এই বিষয়ে আরও জানতে পারব। তবে দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে, যে ম্যাচটি আমাদের জন্য হবে ফাইনাল।'