আইপিএল শেষের শঙ্কায় ম্যাক্সওয়েল
পাঞ্জাব কিংস শিবিরে দুঃসংবাদ। আইপিএলের বাকি অংশে গ্লেন ম্যাক্সওয়েলকে পাওয়া নিয়ে প্রবল শঙ্কা জেগেছে দলটির। অস্ট্রেলিয়ান এই তারকা অলরাউন্ডার আঙুলে চোট পেয়েছেন।
বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরা পড়ার কথা নিশ্চিত করেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
এর আগে বৃষ্টিতে ভেস্তে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় এই চোট পান ম্যাক্সওয়েল। পরে অবশ্য সেদিন ব্যাটিং করেন তিনি। ১ চারে ৮ বলে ৭ রান করে ফেরেন।
যদিও আইপিএলের চলতি আসরে একদমই নিষ্প্রভ ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত সাত ইনিংসে রান করতে পেরেছেন কেবল ৪৮। অফ স্পিনে নিতে পেরেছেন ৪ উইকেট।
আসরে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে ৯ ম্যাচ খেলা পাঞ্জাব। চেন্নাইয়ের বিপক্ষে জিতলে চতুর্থ স্থানে উঠবে দলটি।