প্রথম দল হিসেবে চেন্নাইয়ের বিদায়

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ১৩:৫১
শেয়ার :
প্রথম দল হিসেবে চেন্নাইয়ের বিদায়

চলমান আইপিএলে ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টানা পাঁচ ম্যাচ হেরে গেল চেন্নাই সুপার কিংস! যেখানে বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরে প্রথম দল হিসেবে এবারের আসরের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

সেই সঙ্গে এই প্রথম টানা দুই আসরে প্লে-অফে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিদের।

এই প্রথম আইপিএলের ইতিহাসে ঘরের মাঠ চিপকে টানা পাঁচ ম্যাচে হারের তেতো স্বাদ পেল চেন্নাই। চলতি আসরে এই মাঠে প্রথম ম্যাচে তারা জিতেছিল। পরের পাঁচটিতে সঙ্গী হলো পরাজয়।

আসরে ১০ ম্যাচে দুই জয় ও আট হারে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে চেন্নাই। এখনও চারটি ম্যাচ বাকি আছে দলটির।