যে রেকর্ডে মেসিকে পেছনে ফেললেন রাফিনিয়া
বার্সেলোনায় গড়া লিওনেল মেসির একটি রেকর্ড ছাপিয়ে গেলেন রাফিনিয়া। চ্যাম্পিয়নস লিগের কোনো এক আসরে কাতালান ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান তারকা। বুধবার রাতে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে দলকে সমতায় ফেরানো গোলে অ্যাসিস্ট করে নতুন এই ইতিহাস গড়েন এই ফরোয়ার্ড।
এদিন সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে প্রথম মিনিটেই গোল হজমের পর, ২১তম মিনিটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দ্বিতীয় গোল হজমের তিন মিনিট পরই লামিনে ইয়ামালের চমৎকার গোলে ব্যবধান কমায় তারা।
ম্যাচের ৩৮তম মিনিটে দেখা মেলে তাদের দ্বিতীয় গোলের ও রাফিনিয়ার বিশেষ মুহূর্ত। ডি-বক্সে বাঁ দিক থেকে তার হেড পাস ছয় গজ বক্সে পেয়ে গোলটি করেন ফেররান তরেস।
এ নিয়ে ইউরোপ সেরার মঞ্চে চলতি আসরে ১২টি গোল করা রাফিনিয়া অ্যাসিস্ট করলেন আটটি। সব মিলিয়ে অবদান রাখলেন ২০ গোলে। এর আগে ২০১১-১২ মৌসুমে আগের সর্বোচ্চ ১৯ গোলে (১৪ গোল, ৫ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন ক্লাবটির রেকর্ড স্কোরার মেসি।
এদিকে আরও কিছু রেকর্ড গড়ার পথেই আছেন চলতি মৌসুমে নিজেকে নতুন রূপে মেলে ধরা রাফিনিয়া। যেখানে চ্যাম্পিয়নস লিগের এক আসরে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রাখার রেকর্ডটি ক্রিস্টিয়ানোর রোনালদোর; রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১৩-১৪ আসরে ২১টি গোলে জড়িয়ে আছে পর্তুগিজ তারকার নাম। আর একটি গোল বা অ্যাসিস্ট করলেই কিংবদন্তির পাশে বসবেন রাফিনিয়া।
এছাড়া, আর একটি অ্যাসিস্ট করলেই বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসাবেন তিনি; ১৯৯৯-২০০০ আসরে সর্বোচ্চ ৯টি করেছিলেন লুইস ফিগো।