আন্তর্জাতিক শ্রমিক দিবস /

আজ ঢাকায় বড় জমায়েত বিএনপি-জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
আজ ঢাকায় বড় জমায়েত বিএনপি-জামায়াতের

রাজধানীর নয়াপল্টনে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এর আগে সকাল ৯টায় পুরানা পল্টন মোড়ে বড় জমায়েত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই প্রস্তুতি নিয়েছে দল দুটি। বিএনপির অন্যতম শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল ও জামায়াতে ইসলামীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দুটি সমাবেশের আয়োজন করেছে। এ ছাড়া আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারাও বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে। আর আগামী শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সমাবেশেও কয়েক লাখ মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এসব কর্মসূচি ঘিরে আজ ১ মে থেকে আগামী ৩ মে পর্যন্ত রাজধানী ঢাকা সমাবেশের শহরে পরিণত হবে বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় শ্রমিক সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেবেন। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারসহ শ্রমিকদের অধিকার আদায়ে ১২ দফা দাবি জানাবেন তারা। ঢাকা মহানগর ও জেলাসহ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই সমাবেশে যোগ দেবেন। সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে নয়াপল্টনে সড়কে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কে কোথায় অবস্থান নেবে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশ করতে যা যা প্রয়োজন সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী

শ্রমিক সমাবেশ নিয়ে গতকাল নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে-বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। ৫ বছর পরপর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও গত ১০ বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অথচ চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীদের জীবন ওষ্ঠাগত।

রিজভী বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী, ৩০ জন রিকশা শ্রমিক ও অসংখ্য নাম জানা-অজানা ভাসমান শ্রমিক বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু ও শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।

এদিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আ ন ম শামসুল ইসলাম। সভাপতি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দেশের সব শাখায় উৎসবের সঙ্গে এই সমাবেশ হবে। ঢাকায় লক্ষাধিক শ্রমিকের উপস্থিতিতে বড় রকম সমাবেশ করবো আমরা। দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন দাবি তুলে ধরা হবে। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

কাল এনসিপি ও শনিবার হেফাজতের সমাবেশ : এদিকে আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দিন দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেছে এই কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, এই কর্মসূচি থেকে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং নিবন্ধন বাতিল করার দাবি জোরালোভাবে জানানো হবে।

একই সঙ্গে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম-খুনের মাধ্যমে হত্যাকা-ের পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকা-, জুলাই-আগস্ট গণহত্যা ও ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলনে হত্যার মতো বড় হত্যাকা-গুলোর বিচারও দাবি করা হবে। এ ছাড়া শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রধান দাবি হচ্ছে, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার।