ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ ছেড়ে আসছে জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি। সম্প্রতি এমন গুঞ্জন বেশ জোরেশোরে শোনা যায়। তবে এই পরিকল্পনা নাকি এখন ভেস্তে গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ), কিন্তু খবরটা ইতিবাচক নয়।
মূলত আনচেলত্তিকে ছাড়ার পথটা রিয়াল কঠিন করে তোলায় তার ব্রাজিলে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে গেছে। গ্লোবোর সূত্র অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস।
এ নিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান, তাতে অসন্তুস্ট হয়েছে রিয়াল। এতে তার ব্রাজিল কোচ হিসেবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে।
অন্যদিকে গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিবিএফকে আনচেলত্তির মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর রিয়ালের বোর্ড পরিচালকেরা কঠোর হন।
আগামী ২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির মেয়াদ শেষ হবে। জানা যায়, আনচেলত্তি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তার চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি।
ইএসপিএনও একই খবর জানিয়ে বলেছে, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে গেছে। অথচ দুই দিন আগেও মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন ঠিকানা পাল্টে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আনচেলত্তি।
সূত্র কাল ইএসপিএনকে আরও জানিয়েছে, আনচেলত্তি যেন লা লিগা মৌসুমের বাকি সময়ে মনোযোগী হন, সেটা চেয়েছিল রিয়াল। পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও আনচেলত্তি থাকবেন, এটাও ছিল তাদের চাওয়া।
এদিকে গ্লোবো জানিয়েছে, এ মৌসুমে রিয়াল ভালো না করায় রিয়ালের বোর্ড পরিচালকেরা আনচেলত্তির বিদায় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে রিয়ালের হারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আনচেলত্তি তা জানার পর সিবিএফের সঙ্গে আলোচনা শুরু করেন। চুক্তির মেয়াদ ফুরোনোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় ক্লাবটির কাছে চুক্তি বাতিলের ফি দাবি করেন আনচেলত্তি। কিন্তু সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতালিয়ান কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।