ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
শেয়ার :
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

অবশেষে ব্রাজিলের কোচ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেল। রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি দ্রুতই দায়িত্ব নিচ্ছেন সেলেকাওদের। তবে সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে বিদায় জানায় আনচেলত্তিকে। ফুটবলভিত্তিক বিশ্বখ্যাত ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন আনচেলত্তি। প্রথম ধাপে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন। তবুও ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে গোল ডটকম জানায়, কার্লো আনচেলত্তি চলতি লা লিগা মৌসুম শেষ করেই জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন। এর ফলে তিনি এ গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের কোচ থাকছেন না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অনেকদিন ধরেই আনচেলত্তির প্রতি আগ্রহী ছিল এবং সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেস তাকে ‘স্বপ্নের কোচ’ বলেও অভিহিত করেছিলেন।