টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন কিংস
বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে ফেডারেশন কাপের ফাইনাল ছিল গত মঙ্গলবার। কিন্তু তুমুল ঝড়–বৃষ্টির পর আলোকস্বল্পতার কারণে সেই ম্যাচ শেষ হতে পারেনি। সেদিন নির্ধারিত ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ের ১৫ মিনিট খেলা হয়। সেদিন ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়। তাই আজ অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিট খেলা হয়।
ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে আজকের ১৫ মিনিটেও ফল আসেনি। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের বীরত্বে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখে কিংস।
টাইব্রেকারে কিংসের ৫ ফুটবলার জোনাথন ফের্নান্দেস, শেখ মোরসালিন, তপু বর্মন, ইনসান আলি, দেসিয়েল এলিস দস সান্তোস-সবাই গোল পান। অন্যদিকে, আবাহনীর রাফায়েল অগাস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম বল জালে জড়ালেও এমেকা ওগবাহ’র শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রাবণ। উদযাপন করেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসের মতো কাঁধ নাচিয়ে।
গত সপ্তাহের মঙ্গলবার ম্যাচের দিন ১১ হলুদ কার্ড ও এক লাল কার্ড দেখাতে হয় রেফারিকে। আজ কিক অফের পরই হলুদ কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা। তার কিছুক্ষণ পর মিরাজুলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কিংসের রাকিব হোসেন। ম্যাচে উত্তেজনা হলেও গোল আদায় করতে পারেনি কোনো দল। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
আজকের হারের ফলে রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন আবাহনীর ফেডারেশন কাপের শিরোপা ফিরে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল। আর কিংস জিতল টানা দ্বিতীয় ও চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা।