মোহামেডানকে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দাপট অব্যাহত রইল আবাহনী লিমিটেডের। গত দুই বছরের মতো এই মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছে ঢাকার ক্রিকেটের সফল এই ক্লাব।
মোহামেডানকে হারিয়ে ২৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মোহামেডানের সামনে ছিল দশম শিরোপা জেতার সুযোগ। ম্যাচে হারালেই শিরোপা জিতত মোহামেডান। অন্যদিকে, ম্যাচ জিতলে তো বটেই, পরিত্যক্ত হলেও চ্যাম্পিয়ন হতো আবাহনী। শেষ পর্যন্ত জিতেই শিরোপা নিশ্চিত করেছে তারা।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। বোলিং করে মোহামেডনাকে ২৪০ রানেই আটকে রাখে তারা। সেই রান অতিক্রম করতে আবাহনীর দরকার হয় মাত্র ৪০ ওভার ৪ বল, হাতে থাকে ৬ উইকেট।
রান তাড়া করতে নেমে ১০৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায়ই পড়েছিল আবাহনী। থিতু হয়ে ২৮ রান করে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার জিসান আলম ৫৫ রান করেন। তবে পঞ্চম উইকেটে ১৩৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক মোসাদ্দেক ও মোহাম্মদ মিঠুন। মোসাদ্দেক ৭৮ রানে ও মিঠুন অপরাজিত ছিলেন ৬৬ রানে।
এর আগে প্রথমে ব্যাট করে ওপেনিং জুটিতে ৫০ রান যোগ করেন রনি তালুকদার ও তৌফিক খান তুষার। ১৬ রানে তুষার ফেরার পর দ্রুত তার পথ ধরেন রনিও। মোহামেডান অধিনায়ক ক্রিজ ছাড়েন ৫ রানের (৪৫) আক্ষেপ নিয়ে। ধীরগতির ইনিংস (৪২ বলে ১৫) আউট আনিসুল ইসলাম ইমনও। ৪২ রান করেন অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ হোসেন।
১২৪ রানে ৪ উইকেট হারানো পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। দুই জন মিলে গড়েন ৯০ রানের জুটি। দুজনেই ব্যক্তিগত ফিফটি করেছেন। সমান ৫০ রান করেই আউট হয়েছেন মাহমুদউল্লাহ-আরিফুল। তবে শেষদিকে দ্রুতগতিতে রান তুলতে না পারায় ২৪০ রানেই থামতে হয় মোহামেডানকে।