তাইজুলের ৫ উইকেট, শেষ বিকেলের দাপটে বাংলাদেশের দিন

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৭:২৬
শেয়ার :
তাইজুলের ৫ উইকেট, শেষ বিকেলের দাপটে বাংলাদেশের দিন

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়েই করে ৭২ রান। তবে তৃতীয় সেশনে দাঁড়াতেই পারল না রোডেশিয়ানরা। তাইজুল ইসলাম ও নাইম হাসানের স্পিনে খাবি খেয়ে শেষ বিকেলে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে, ম্যাচে ফেরে বাংলাদেশ। 

৯ উইকেটে ২২৭ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেটের মধ্যে ৫টিই নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টে সুবিধা করতে না পারা এই বাঁহাতি ১৬তম বারের মতো এই কীর্তি স্পর্শ করলেন। বাকিদের মধ্যে নাইম ২টি, তানজিম হাসান সাকিব ১টি উইকেট নেন। রান আউট হন ভিনসেন্ট মাসেকেসা। 

আজ সোমবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথম উইকেটের জন্য ৪১ রান পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। অভিষিক্ত তানজিম হাসান সাকিব সাফল্য আনেন ব্রায়ান বেনেটকে ফিরিয়ে। ২১ রান করেন তিনি। সমান রান করে দলীয় ৭২ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হন বেন কারেন। এরপর সকালের সেশনটা নির্বিঘ্নেই পার করে দেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। 

মধ্যাহ্ন বিরতি শেষে ব্যাট হাতে আরও সাবলীল উইলিয়াস ও ওয়েলচ। মেহেদী হাসান মিরাজ-তানজিম হাসান সাকিবরা শুধু হতাশই করেছেন। এই সেশনে ৭২ রান যোগ করেন ফিফটি তুলে নেওয়া উইলিয়ামস ও ওয়েলচ। জিম্বাবুয়ে ফ্যাসাদে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে ওয়েলচ প্যাভিলিয়নে ফিরলে। দলীয় ১৬২ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি। 

জিম্বাবুয়ের মড়ক শুরু হয় দলীয় ১৭৭ রানে। নাইমের বলে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন ফেরেন জাকেরের হাতে ক্যাচ দিয়ে। আর এক রান যোগ হতে নাইমের বলেই সাকিবের দুর্দান্ত ক্যাচে ফেরেন উইলিয়ামস (৬৭)। দলীয় ২০০ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে বিদায় নেন ওয়েসলি মাধেভেরে। 

সকালে এক উইকেট পাওয়া তাইজুলের আক্রমণ শুরু এখান থেকেই। ২১৭ রান তুলতেই ৯ উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের। সবগুলোই নেন তাইজুল। শেষদিকে ব্যাট করতে নেমেছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা ওয়েলচ (৫৪)। তবে টিকতে পারেননি। শেষ উইকেট জুটিতে তাফাদযাওয়া মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায় অলআউট হওয়া ঠেকায় জিম্বাবুয়ে।