পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে টুর্নামেন্ট বর্জন ভারতের
ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে নানা চুক্তি বাতিল করেছে দেশ দুইটি। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এবার পাকিস্তানে অনুষ্ঠেয় ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত।
পাকিস্তানের ইসলামাবাদে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দল। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা হওয়ার কথা আছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পেহেলগাম হামলার পরই সেই সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে।
পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানিয়েছেন, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। প্রথমে ভারতের ২২ জন খেলোয়াড়সহ ৩০ জনের দল পাঠানোর কথা ছিল। কিন্তু পেহেলগামে হামলার পরই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাবে না।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনেক আগে থেকেই অস্থির ক্রীড়াঙ্গন। এবার সেটি আরও বাড়বে বলেই মনে হচ্ছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ করে দিয়েছে ভারত। আইসিসি ও এশিয়া স্তরে খেলা হলেও ২০১৩ সালের পর কোনোরকম দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দেশ দুইটি।
সম্প্রতি এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের আয়োজনে হলেও ভারত খেলতে যায়নি। পরে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট দুইটি না খেলে হাইব্রিড পদ্ধতিতে শ্রীলংকা ও আরব আমিরাতে খেলে ভারত। ক্রিকেটে দেশ দুইটির মাঝে অস্থিরতা সামনে আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।