গার্দিওলার গড়া সম্রাজ্য লিভারপুলকে এনে দিলেন স্লট
জার্গেন ক্লপের রেখে যাওয়া লিভারপুল কক্ষপথে থাকবে কি না, মৌসুমের শুরুতে সেটিই ছিল বড় প্রশ্ন। তবে মৌসুম শেষে সেই প্রশ্নের উত্তর দুর্দান্তভাবে মেলালেন আর্না স্লট। নিজের প্রথম মৌসুমেই অলরেডদের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বানালেন এই কোচ।
গতকাল রবিবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গোল উৎসব করেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ৫-১ গোলে লন্ডনের ক্লাবটিকে উড়িয়ে দিয়েছে তারা। তাতে চার ম্যাচ হাতে রেখেই পুনরুদ্ধার হলো মুকুট। চার ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
গোলবন্যায় টটেনহ্যামকে ভাসালেও প্রথমে কিন্তু পিছিয়েই পড়েছিল লিভারপুল। দ্বাদশ মিনিটে হেডে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করেন দমিনিক সোলাঙ্কি। গোল খেয়েই তেতে ওঠে লিভারপুল। দোমিনিক সোবোসলাইয়ের পাস গোলমুখে পেয়ে বল জালে জড়ান কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস। প্রথমে অফসাইড ধরা হলেও পরে ভিএআরের মাধ্যমে গোল নিশ্চিত হয়।
দুই মিনিট পর কোডি গাকপো টটেনহ্যামের জালে আবারও বল পাঠালেও সেটি অফসাইড হয়। লিভারপুল এগিয়ে যায় ২৪তম মিনিটে। জোড়াল শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্তের। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান গাকপো। ৩-১ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও চাপ অব্যাহত রাখে লিভারপুল। ৬৩তম মিনিটে দারুণ এক গোল দেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে এ নিয়ে প্রিমিয়ার লিগে তার গোল হলো ২৮টি। ৬৯তম মিনিটে আত্মঘাতী গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান টটেনহ্যামের ইতালিয়ান ডিফেন্ডার ডেস্টিনি উডোগে। শেষ পর্যন্ত ৫-১ গোলই হয়ে থাকে ব্যবধান।
দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রাখা লিভারপুল ৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে ওঠা পাল্টা আক্রমণে; সোবোসলাইয়ের পাস ধরে ডি-বক্সে জায়গা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন সালাহ।
৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ সংস্করণে চ্যাম্পিয়ন হয় ক্লপের লিভারপুল। এরপর টানা চার মৌসুমে শিরোপার স্বাদ পায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবার সেটি পুনরূদ্ধার করল স্লটের লিভারপুল।