৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত

চলমান আন্দোলনের মধ্যে ৪৬তম লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে গতকাল রবিবার বিসিএস পরীক্ষা প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি ও পিএসসির সংস্কারের ৮ দফা দাবিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পিএসসি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। পরে রাত ৯টার দিকে পরীক্ষা স্থগিতে ঘোষণা দেওয়া হয়।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থী ও বুয়েটের শিক্ষার্থী রিয়াজুস সালেহীন সিয়ন বলেন, আমরা মেধাবীরা সারা বছর কঠোর পরিশ্রম করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিই। অথচ একটি অসাধু চক্র প্রশ্নফাঁসের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগের ব্যবস্থা করছে। আমরা চাই, দ্রুত পিএসসি সংস্কার করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে মেধাবীদের চাকরির সুযোগ নিশ্চিত করা হোক।

এদিকে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে পিএসসির সংস্কার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আলোচনা বসেন। এতে আন্দোলনকারীরা যৌক্তিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজু ভাস্কর্যের অনশনে বসা শিক্ষার্থীদের অনশন ভাঙান আসিফ মাহমুদ।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়া বলেন, গতকাল পিএসসির দায়িত্বরতদের সঙ্গে আলোচনা হয়েছে। এখানে অনশনরত শিক্ষার্থীদের যে দাবি, ৮ মে তারিখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার পেছানো ও স্থগিত করা; সেটি পিএসসির সদস্যরা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সেই সঙ্গে আন্দোলনকারীদের যে সংস্কার প্রস্তাব রয়েছে, সেই ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে মতামত দেবেন এবং পিএসসির দীর্ঘমেয়াদি পিএসসির সংস্কারের পক্ষে কাজ করবেন। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, আগামী দিনে অন্তত ২০-৩০ বছর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।