যার কথায় পাকিস্তানের লিগে ভিড়েছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
শেয়ার :
যার কথায় পাকিস্তানের লিগে ভিড়েছেন উইলিয়ামসন

মারকুটে ব্যাটার হিসেবে নিজের নাম কুড়াতে না পারলেও বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আইপিএল, এসএ টি-টোয়েন্টিসহ নামকরা ফ্র্যাঞ্চাইজিতে পারফরম্যা্নস দেখিয়ে টিকেছেন এই ব্যাটার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে নিজের অভিজ্ঞতার ভান্ডার আরও সমৃদ্ধ করতে যাচ্ছেন তিনি। 

চলতি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলবেন উইলিয়ামসন। টুর্নামেন্টে করাচির হয়ে প্রথম ৬টি ম্যাচ মিস করলেও বাকি ম্যাচগুলো খেলতে মুখিয়ে তিনি। মাঠে নামার আগে পিএসএল নিয়ে নানা গল্প শুনিয়েছেন উইলিয়ামসন। 

কীভাবে পিএসএলের প্রতি আগ্রহী হয়ে উঠলেন, সেই প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমি পিএসএলের ভালো ব্যাপারগুলো সম্পর্কে আমার অনেক বন্ধুর কাছে শুনেছি, এর মধ্যে লুক রঙ্কিও (নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার) আছে। পাকিস্তানের এসে এবং এই লিগের অংশ হতে পেরে আসলেই খুব ভালো লাগছে, দারুণ অভিজ্ঞতা।’

২০২৫ পিএসএলের ড্রাফটে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে জায়গা হয়েছে উইলিয়ামসনের। টি-টোয়েন্টির সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাটার ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ৩৩.৪৪ গড়ে ও ১২৩.০৮ স্ট্রাইকরেটে ২ হাজার ৫৭৫ রান করেছেন তিনি। 

পিএসএলে করাচি কিংস স্কোয়াড

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, হাসান আলি (সহ-অধিনায়ক), খুশদিল শাহ, শান মাসুদ, মুহাম্মদ ইরফান খান, আমের জামাল, আরাফাত মিনহাস, টিম সেফার্ট, জাহিদ মাহমুদ, মীর হামজা, ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ, ওমাইর বিন ইউসুফ, কেন উইলিয়ামসন, সাদ বেগ, মোহাম্মদ নবী, মির্জা মাজমুন, বেন ম্যাকডারমট।