যে অভিযোগে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার
কোপা দেল রে’র ফাইনাল। তাও আবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। বিতর্ক, উত্তেজনা, মাঠের তুমুল লড়াই হওয়াটাই ছিল স্বাভাবিক। হলোও সেটি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের বিরুদ্ধে অভিযোগটি একটু কড়াই। আর সেই অভিযোগ প্রমাণিত হলে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।
শনিবার রাতে এল ক্লাসিকো শুরুর আগে থেকেই ম্যাচ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। ফাইনালের দুই রেফারিকে নিয়ে ম্যাচের কয়েক দিন আগে থেকেই রিয়াল মাদ্রিদ আপত্তি তুলেছিল। ম্যাচ শুরুর আগে সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বার্সেলোনার সমর্থকদের। আর ম্যাচে তো ছিল টানটান উত্তেজনা।
খেলার প্রথমার্ধে বার্সেলোন এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। ৭০ ও ৭৭ মিনিটে গোল দিয়ে এগিয়েই গিয়েছিল তারা। তবে ৮৪ মিনিটে বার্সা গোল শোধ দিলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ সমতায়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। ১১৬তম মিনিটে জুলস কুন্দে গোল দিলে ৩-২ গোলের জয়ে শিরোপা উদযাপন করে বার্সা।
ম্যাচের শেষ দিকে তুমুল উত্তেজনা ছড়ায়। নির্ধারিত ১২০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত ২ মিনিট দেন রেফারি। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার সঙ্গে বাজে আচরণ করে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার।
ম্যাচের ১১১তম মিনিটের সময় রুডিগারকে উঠিয়ে এনদ্রিককে নামিয়েছিলেন রিয়াল কোচ আনচেলত্তি। তবে ১২৩তম মিনিটে বেঞ্চ থেকেই রেফারির সিদ্ধান্তে গজরাতে থাকেন রুডিগার। এমবাপ্পে একটা ফ্রি কিক না পাওয়ায় তেড়ে যান রেফারির দিকে। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সেই সময়েই রেফারিকে লক্ষ্য করে ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে। খবরে বলা হয়, সেটি রুডিগারই ছুড়েছিলেন।
বেঞ্চ থেকে রেগে সেসময় মাঠে যেতে প্রচুর চেষ্টা করেন রুডিগার। তবে অনেকে মিলে তাকে থামিয়ে রাখেন। গণমাধ্যমের খবর, রুডিগারের এই আচরণ নাকি রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করেছেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। এই ঘটনার তদন্ত করে কয়েকদিন পরই সিদ্ধান্ত জানাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। রুডিগারের বিরুদ্ধে যদি বরফ ছোড়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে নিয়মানুযায়ী সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন রুডিগার।