পাকিস্তান ইস্যুতে কঠোর ব্যবস্থার কথা বললেন গাঙ্গুলী
পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার মতে সন্ত্রাস ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।
ভারতের সঙ্গে পাকিস্তানের যাবতীয় ক্রিকেট ছিন্ন নিয়ে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘ হ্যাঁ, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এরকম ঘটনা ঘটেই চলবে।’
২০১২ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাদের শুধুমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতায় মুখোমুখি হতে দেখা যায়। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
আর যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।’