যে কারণে ফাইনালে রেফারির পরিবর্তন চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৯
শেয়ার :
যে কারণে ফাইনালে রেফারির পরিবর্তন চায় রিয়াল

স্প্যানিশ দ্বিতীয় সেরা ফুটবল লিগ কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে মূল রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরিবর্তন চায় রিয়াল। এই দুজনের বক্তব্যে ক্ষুব্ধ হয়েই এই অনুরোধ জানিয়েছে গ্যালাকটিকোরা।

আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

এর আগে রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি ম্যাচে রেফারিদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে। পরে প্রকাশিত ভিডিওর পাল্টা সমালোচনা করেছেন ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গনসালেস ফুয়ের্তেস।

শুক্রবার আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।

এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অনুরোধ করেছে রেয়াল। তবে সংবাদমাধ্যমটি জানতে পেরেছে, কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করবে না ফেডারেশন।