ইন্টারকে ধসিয়ে ফাইনালে মিলান

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৩:০৪
শেয়ার :
ইন্টারকে ধসিয়ে ফাইনালে মিলান

নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হলো ইন্টার মিলান। যেখানে সিমোনে ইনজাগির শিষ্যদের গুঁড়িয়ে দিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে উঠল এসি মিলান।

বুধবার রাতে সান সিরোয় সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে মিলান। যেখানে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে এসি মিলান। এর আগে প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

এদিন ৩৬ ও ৫০তম মিনিটে লুকা ইয়োভিচের জোড়া গোল করেন। আর ৮৫তম মিনিটে তৃতীয় গোলটি করেন রেইনডার্স।