আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

আইপিএলে দারুণ এক রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড এখন এই অভিজ্ঞ ব্যাটারের। তিনি অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙেছেন।

গতকাল মঙ্গলবার মাইলফলক থেকে ৫১ রান দূরে থেকে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন রাহুল। যেখানে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটের জয় এনে দিতে তিনি ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন।

বর্তমানে আইপিএলে ১৩০ ইনিংসে তার রান ৫ হাজার ৬। পাঁচ হাজারের ঠিকানায় পৌঁছাতে ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস। তার চেয়ে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন রাহুল।

এদিকে এ তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস) ও শিখর ধাওয়ান (১৬৮ ইনিংস)।

রাহুল রবিন উথাপ্পা ও ক্রিস গেইলকে ছাড়িয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন এখন আট নম্বরে। ৩২ বছর বয়সীর চারটি সেঞ্চুরির সঙ্গে ৫০টি ফিফটি আছে।