দিনে ৫ লিটার দুধ পান নিয়ে যা বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৩:২৫
শেয়ার :
দিনে ৫ লিটার দুধ পান নিয়ে যা বললেন ধোনি

প্রতিদিন ৫ লিটার দুধ পান করেন মহেন্দ্র সিং ধোনি! ক্রিকেটপাড়ায় এমনই গুঞ্জন চাউর আছে। তবে এমন কথা পুরোপুরি উড়িয়ে দিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক।

৪৩ বছর বয়সী ধোনি চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। যেখানে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে গেলে আসরের মাঝপথে তাকে দায়িত্ব দেয় চেন্নাই।

তবে প্রথম আট ম্যাচের মাত্র দুটিতে জেতা চেন্নাই আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থাপক ধোনিকে জিজ্ঞাস করেন, তাকে নিয়ে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি। কোনো দ্বিধা ছাড়াই এই কিপার-ব্যাটার হাসি মুখে বলেন, ‘আমি দিনে ৫ লিটার দুধ পান করি।’

অবশ্য সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ে অনুষ্ঠানে থাকা সবাই। উপস্থাপক পরে বলেন, ‘আপনি এটা করেন না?’ ধোনি মাথা নাড়িয়ে না-সূচক উত্তর দেন।

ধোনি পরে বলেন, ‘আমি দুধ পান করতাম। সম্ভবত, সারা দিনে এক লিটার। কিন্তু চার লিটার-এটা যে কারো জন্যই বেশি হয়ে যায়।’