বার্সার কষ্টার্জিত জয়েও উচ্ছ্বসিত কোচ
রিয়াল মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েও মাত্র একটি গোল করতে পেরেছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে শেষ পর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানেই জয় পেয়েছে কাতালানরা। তবে এতে খুশি কোচ হ্যান্সি ফ্লিক। কেননা একাদশে অনেক পরিবর্তনের ম্যাচে দল যেভাবে খেলেছে, সেটিই তৃপ্তি দিচ্ছে তাকে।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল সামনেই। তাই মায়োর্কার বিপক্ষে ম্যাচটিতে তাই বেশ কজন ফুটবলারকে বিশ্রাম দেন ফ্লিক। পাউ কুবার্সি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনিয়াকে এ দিন শুরুর একাদশে রাখেননি বার্সেলোনা কোচ। যেখানে ক্লাবের হয়ে টানা ৮৬ ম্যাচ খেলার পর বিশ্রাম পান জুল কুন্দে।
আনসু ফাতি গত অক্টোবরের পর প্রথমবার শুরুর একাদশে জায়গা পান। এছাড়া তরুণ ডিফেন্ডার এক্তর ফোর্ত পান সুযোগ।
এদিন এত পরিবর্তন নিয়েও আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় বার্সেলোনা। প্রথমার্ধেই গোলে শট নেয় তারা ২৪টি! কিন্তু গোল বের করতে পারেনি। অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন দানি ওলমো। তবে ওলমোর গোলের পর আরও অনেক আক্রমণ করেও আর গোল পায়নি বার্সেলোনা।
গোটা ম্যাচের ৭৮ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। গোলে শট নেয় ৪০টি, এর ১৩টি ছিল লক্ষ্যে। কিন্তু গোল ওই একটিই। গাভির শট লাগে পোস্টে, সহজ সুযোগ হাতছাড়া করেন রোনাল্দ আরাউহো। ১২টি সেভ করেন মায়োর্কার গোলকিপার লেও রোমান।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। গোলের অনেক সুযোগ তৈরি করেছি ও আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল, তার পরও আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘ওদের গোলকিপার লিও রোমান ভালো খেলেছে এবং দারুণ প্রদর্শনী মেলে ধরেছে। সেই কৃতিত্ব দিতেই হবে। সত্যি বলতে, মায়োর্কার গোটা রক্ষণভাগই আজকে ভালো খেলেছে, রক্ষণভাগ দারুণভাবে সামলেছে এবং এই কারণেই আমাদের জয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’