ফেডারেশন কাপের ফাইনাল স্থগিত

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৮:৩২
শেয়ার :
ফেডারেশন কাপের ফাইনাল স্থগিত

আলোকস্বল্পতায় বসুন্ধরা কিংস বনাম আবাহনী লিমিডেটের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল স্থগিত হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আকস্মিক ঝড়ের জন্য খেলার মাঝে এক ঘণ্টার বিরতি ছিল। এজন্য ম্যাচটি আলোর স্বল্পতার মধ্যে পড়ে যায়।

এদিন ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে রেফারি সায়মন হাসান সানি দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের ডাকেন। তিনি জানান পরের ১৫ মিনিট খেলা ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় রেফারি আজকের ফাইনাল এখানে স্থগিত করেছেন। বাফুফের লিগ কমিটি ফাইনালের পরবর্তী অংশের দিন ও সময় পরবর্তীতে নির্ধারণ করবে।

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার সময় কিংস দশ জনের দলে পরিণত হয়। ফয়সাল আহমেদ ফাহিম আবাহনীর ফুটবলারকে পেছন থেকে অযথা লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। দশ জন নিয়ে মিনিট তিনেক খেলার পরই রেফারি অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করার বাঁশি বাজান।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের ১৫ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়।