আমার ক্রিকেট খেলাই ভুল হয়েছে: আজহারউদ্দিন

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৪:২২
শেয়ার :
আমার ক্রিকেট খেলাই ভুল হয়েছে: আজহারউদ্দিন

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নামে একটি স্ট্যান্ড রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে সম্প্রতি সেই নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে খেলার টিকিট থেকেও তার নাম মুছে ফেলার। এবার সেই ঘটনায় আক্ষেপ ঝরল আজহারউদ্দিনের কণ্ঠে।          

মূলত, আজহারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন আজহারের নামে স্ট্যান্ড হয়েছিল, তখন তিনি সেই ক্রিকেট সংস্থার সভাপতি। যে বৈঠকে এই নামে সিলমোহর পড়েছিল, সেই বৈঠকেরও সভাপতিত্ব করেছিলেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগ, জোর করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন তিনি। এমনকি, টিকিটে যে তার নাম থাকবে সেটিও তিনিই ঠিক করেছিলেন। ফলে তার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজহারউদ্দিনই এবার মনে করছেন যে তার ক্রিকেট খেলাই নাকি ভুল হয়েছে। তিনি তার জন্য আক্ষেপও করছেন। বিসিসিআইয়ের কাছে চিঠিও পাঠিয়েছেন সাবেক ভারত অধিনায়ক।

এদিকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক দুর্নীতি তিনি ফাঁস করে দেওয়ায় তাকে এখন অ্যাসোসিয়েশনের নির্বাচনেও দাঁড়াতে দেওয়া হয় না বলেও জানিয়েছেন আজহার। তিনি বলেছেন, 'আমার সত্যিই পুরো বিষয়টা বেশ অসম্মানজনক মনে হচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে আমার ক্রিকেট খেলাই ভুল হয়েছে। যার জন্য আমি এখন আক্ষেপ করছি।'

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট অ্য়াসোসিয়েসনের সভাপতি ছিলেন আজহারউদ্দিন।