রিয়াল-বার্সা ফাইনালের দায়িত্বে যে রেফারি
স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ ফুটবলের আসর কোপা দেল রের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করা হয়েছে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন স্প্যানিশ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।
আগামী শনিবার সেভিয়ায় ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে রেফারির নাম প্রকাশ করেছে।
এই নিয়ে রেফারিং ক্যারিয়ারে চতুর্থবার ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন দে বুর্গোস বেনগোচেয়া। এর আগে প্রথমটি ছিল ২০১৭ সালে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ। তিনি এই প্রতিযোগিতাটির ফরম্যাট বদলের পর ২০২৩ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনালে ও একই মৌসুমে বার্সেলোনার মাঠে লা লিগার ক্লাসিকোয় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন।
এদিকে ২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, তৃতীয় সর্বোচ্চ ২০ বার জিতেছে রিয়াল।