আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন রুন
কার্লোস আলকারাজকে হারিয়ে বার্সেলোনা ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন হোলগা রুন। রবিবার রাতের ফাইনালে এটিপি র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এবং এখানে সেরা বাছাই আলকারাজের চোখে চোখ রেখে লড়াই করে এগিয়ে যান রুন। ২১ বছর বয়সী ডেনিশ খেলোয়াড় ৭-৬ (৮-৬), ৬-২ গেমের জয়ে চ্যাম্পিয়ন হন।
রুন দুই বছরের মধ্যে প্রথম কোনো এটিপি ট্যুর শিরোপা জিতলেন। যেখানে ২০২২ সালের প্যারিস মাস্টার্সের পর প্রথম বড় ট্রফি।
গত সপ্তাহে অসুস্থতার কারণে মন্টে কার্লো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো রুন চ্যাম্পিয়ন হওয়ার পর জানান, রোলা গারোঁর অলিম্পিক ফাইনালে আলকারাসের বিপক্ষে নোভাক জোকোভিচের জয় থেকে প্রেরণা পেয়েছেন।
তিনি বলেন, ‘আমি নিজেকে বললাম, ঠিক আছে, তাকে (আলকারাস) হারানোর সময় নোভাক কী করেছিল? মনের মধ্যে অলিম্পিক ফাইনালের ছবিটা আনলাম এবং ভাবলাম ওই ধরনে খেলা যাক, সত্যিই তাকে অনেক বল খেলিয়েছি।’
রুন আরও বলেন, ‘প্রয়োজনের সময়ে যেভাবে আমি শান্ত থেকে (লড়াই করেছি), তাতে আমি খুব খুশি। আর যখন দরকার পড়েছে, তখন আমি সাহসীও ছিলাম।’