আইপিএলে ম্যাচসেরা /
কোহলিকে ছাড়ানো রোহিতের সামনে কেবল ২ জন
চলতি আইপিএলে রানই পাচ্ছিলেন না মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা। এজন্য সমালোচিতও হচ্ছিলেন বেশ। অনেকেই তার সময় ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে গতকাল সমালোচনার জবাব কিছুটা হলেও দিতে পেরেছেন রোহিত। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৫ বলে ৭৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক।
দুর্দান্ত ফিফটি করায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রোহিতের হাতে। যার মাধ্যমে একটি কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। আইপিএলে ম্যাচসেরার সংখ্যা বিবেচনায় রোহিত ছাড়িয়ে গেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিকে।
গতকাল ২০তম বারের মতো আইপিএলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রোহিত। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে, আইপিএলে সর্বোচ্চ রান ও ফিফটির মালিক কোহলি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোট ১৯ বার।
আইপিএলে রোহিত-কোহলির চেয়েও বেশি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার রয়েছে দুজনের। তারা দুজনই বিদেশি- এবিডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। ২৫ বার আইপিএলে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডি ভিলিয়ার্স। আর কীর্তি ২২ বারের মতো গড়া হয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। রোহিত-কোহলির পর সর্বোচ্চ ১৮ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও ডেভিড ওয়ার্নার।
এবারের আইপিএলে গতকালের আগে রোহিতের ইনিংস ছিল যথাক্রমে- ০, ৮, ১৩,১৭, ১৮ ও ২৬। দলও পেয়েছে টানা তিন জয়। রোহিতের রানে ফেরায় নিশ্চিতভাবেই স্বস্তি ফিরেছে মুম্বাই শিবিরে।