দুর্দান্ত জয়ের পর লেভানডোভস্কিকে নিয়ে শঙ্কা
স্প্যানিশ লা লিগায় সেল্ট ভিগোর বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে দুর্দান্ত এই জয়ের দিনেও বার্সা শিবিরে দুশ্চিন্তা। চোট পেয়েছেন দলের ফরোয়ার্ড রবার্তো লেভানডোভস্কি।
গতকাল শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে হঠাৎই ঊরুর নিচের অংশে চেপে ধরে মাঠে বসে পড়েন লেভানডোভস্কি। বদলি নামাতে করলেন ইশারা। ম্যাচের ৭৮তম মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লেভানডোভস্কি।
স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় লেভানডোভস্কির হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এটা সত্যি হলে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লেভানডোভস্কিকে পাবে না বার্সেলোনা। আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও লেভানডোভস্কির খেলা নিয়ে শঙ্কা বাড়ছে। আগামী ৩০ এপ্রিল ও ৬ মে দুই লেগের লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।
লেভানডোভস্কির চোট শঙ্কা নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, ‘আগামীকাল (রবিবার) লেভানডোভস্কির এমআরআই করানো হবে। সেই পরীক্ষার ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তখন আমরা তার চোট সম্পর্কে আরও জানতে পারব।’