শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে বায়ার্ন
বুন্ডেসলিগার ম্যাচে হেইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে পৌঁছে গেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
শনিবার প্রতিপক্ষের মাঠের এই জয়ে চার রাউন্ড বাকি থাকতে এখন বায়ার্ন ভালোমতোই শিরোপার সুবাস পাচ্ছে।
এদিন ম্যাচের দ্বাদশ মিনিটে গোল উৎসবের শুরু করেন হ্যারি কেইন। সাত মিনিট পর কনরাড লাইমার ও ৩৬তম মিনিটে কিংসলে কোমানের গোলে জয়ের সম্ভাবনা জোরাল করে বিরতিতে যায় সফরকারীরা।
এরপর দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন জসুয়া কিমিখ।
বায়ার্ন ২২তম জয়ে রেকর্ড ৩৪তম লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বায়ার্ন। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন, গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।