আইপিএলে সর্বকনিষ্ঠ হিসেবে বৈভবের অভিষেক!

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ২১:৪৬
শেয়ার :
আইপিএলে সর্বকনিষ্ঠ হিসেবে বৈভবের অভিষেক!

আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হয়েছিলেন বৈভব সূর্যবংশী। তখন তার বয়স মাত্র ১৩। নিলামে তাকে কিনলেও প্রথম ৭ ম্যাচে খেলায়নি রাজস্থান রয়্যালস। আজ শনিবার নিজেদের অষ্টম ম্যাচে বৈভবকে খেলাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তাতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকও হয়ে যাচ্ছে তার। 

রেকর্ড ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেক হলো বৈভবের। যদিও শুরুর একাদশে রাখা হয়নি তাকে। রাজস্থান যেহেতু পরে ব্যাট করবে তাই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ইনিংসে খেলবেন তিনি। আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সাঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থানের অধিনায়ক হিসেবে টস করতে যান রিয়ান পরাগ। বৈভবের খেলার কথা জানান তিনিই। 

আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছিল বৈভবকে। যদিও দিল্লিও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল এই তারকাকে। ২০১১ সালে বিহারে জন্মগ্রহণ করেন বৈভব। ২০২৪ সালের জানুয়ারিতেই বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। 

২০১১ সালে জন্ম নেওয়া বৈভব তার ক্রিকেটীয় প্রতিভা দেখানো শুরু করেন ৪ বছর বয়স থেকেই। বৈভবের বাবা সঞ্জীব ক্রিকেটের প্রতি ছেলের আবেগ লক্ষ্য করেন এবং বাড়ির পিছনের উঠানে তার জন্য একটি ছোট খেলার জায়গা তৈরি করার সিদ্ধান্ত নেন। ৯ বছর বয়সে নিকটস্থ শহর সমস্তিপুরের একটি ক্রিকেট একাডেমিতে বৈভবকে ভর্তি করে দেন তার বাবা। আশেপাশে থাকা লোকদের বুঝে নিতে দেরি হয়নি যে বয়সের তুলনায় বৈভব অনেক এগিয়ে আছে।

মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে ভিনু মানকড় ট্রফিতে খেলেছেন বৈভব। সেখানে ৫ ম্যাচে প্রায় চার শ রান করেন তিনি। বিহার ক্রিকেটে নাম করতেও বেশিদিন লাগেনি তার। ১২ বছর বয়সেই বিহারের হয়ে খেলা শুরু করেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে পাটনায় মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। তখন তার বয়স মাত্র ১২ বছর ২৮৪ দিন। ১৯৮৬ সালের পর প্রথম শ্রেণিতে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। গত বছরের সেপ্টেম্বরে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল বৈভবের। রান আউট হওয়ার আগে তিনি ৬২ বলে ১০৪ রান করেন।