বাংলাদেশকে হটিয়ে বিশ্বকাপে যেতে কত ওভারে জিততে হবে উইন্ডিজকে
থাইল্যান্ডকে ১৬৬ রানে গুটিয়ে দিয়েছে উইন্ডিজ। ছবি: সংগৃহীত
২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দল। প্রত্যেকে ৫টি করে ম্যাচ খেলার পর শীর্ষ ২ দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে পাকিস্তান তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের। দ্বিতীয় স্থানের লড়াইয়ে আছে বাংলাদেশ।
আজ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে অপেক্ষা বেড়েছে বাংলাদেশের। তাই থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে তাকিয়ে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে বাংলাদেশ ও তাদের সমান ৬ পয়েন্ট হবে। তবে এরপরই চলে আসবে রান রেটের হিসাব।
আজ বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৬৭ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ শুধু জিতলেই হবে না, জিততে হবে ১০ কিংবা ১১ ওভারের মধ্যেই। তাহলেই কেবল বাংলাদেশকে টপকে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে তারা।
এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল –০.২৮৩। আর পাকিস্তানের কাছে হারার পর বাংলাদেশের রান রেট দাঁড়ায় ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে ১৬৭ রান করতে পারে তবে নেট রান রেটে বাংলাদেশকে টপকে যাবে, চলে যাবে বিশ্বকাপেও। আর তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে যেতে তবে হিসাবটা একটু অন্যরকম হবে। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলবে ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলবে।