নিজ দল বেঙ্গালুরুর সমালোচনায় হ্যাজলউড

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৮:৫২
শেয়ার :
নিজ দল বেঙ্গালুরুর সমালোচনায় হ্যাজলউড

ঘরের মাঠে খেলতে নামলেই অচেনা হয়ে ওঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৪টি জয়ের পাশাপাশি হেরেছে ৩টি ম্যাচ। হার দেখা তিনটি ম্যাচই নিজেদের ঘরের মাঠ চিন্নাসামী স্টেডিয়ামে। গতকাল চিন্নাসামীতে পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটের হার দেখেছে বেঙ্গালুরু। এমন হারের পর দলের সমালোচনা করেছেন দলটির অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। 

ঘরের মাঠে গতকালের আগে গুজরাট টাইটানস এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারে বেঙ্গালুরু। সেই ম্যাচগুলো থেকে শিক্ষা নেওয়া হয়নি উল্লেখ করে হ্যাজলউড বলেন, ‘হ্যাঁ, এখন ঘরের মাঠে টানা তিনটি (পরাজয়)। এর কারণ হলো, আমরা সম্ভবত প্রথম দুটি ম্যাচ থেকে শেখার ক্ষেত্রে কিছুটা গাফিলতি করেছি এবং আমরা যতটা সম্ভব তা বাস্তবে প্রয়োগ করতে পারিনি। মূলত, প্রথম ছয় থেকে আট ওভারে স্কোর যেমন ছিল সেভাবেই এগিয়েছে।’

চলতি আইপিএলে পিচ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেনস নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানে। বেঙ্গালুরু পিচ নিয়েও আছে বিতর্ক। আরসিবির মেন্টর দিনেশ কার্তিকও চিন্নাসামীর ২২ গজ নিয়ে সন্তুষ্ট নন। দিল্লির বিপক্ষে পরাজয়ের পর স্থানীয় কিউরেটরের সঙ্গে কথাও বলতে চেয়েছিলেন তিনি। 

উইকেটের সমালোচনা করেছেন হ্যাজলউডও। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার তারকা এই পেসার বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটি চিরাচরিত চিন্নাস্বামীর উইকেট নয়। অবশ্যই সেখানে বাউন্স ছিল, কিন্তু গত বছরগুলোতে সেটি আরও ধারাবাহিক ছিল।’

হারের ধাক্কা বেঙ্গালুরু দ্রুতই সামলে উঠবে বলেও বিশ্বাস হ্যাজলউডের। দলের বোলিং আগের চেয়ে আরও উন্নত হয়েছে বলেও মনে করেন তিনি। তবে সতীর্থ ব্যাটারদের কাছে তার আবেদন, তারা যাতে শট বাছাইয়ে আরেকটু সতর্ক হন এবং প্রথম ৫-৬ জন ব্যাটারই যাতে ২০ ওভার শেষ করে দিয়ে আসতে পারেন।