সাইমের মধ্যে সাঈদ আনোয়ারের ছায়া দেখছেন গিলেস্পি
ক্যারিয়ার খুব বেশি লম্বা না করলেও, যতদিন ছিলেন ততদিন আলো ছড়িয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। পাকিস্তান ক্রিকেটে অল্পদিন হলেও সাইম আইয়ুবও দেখিয়েছেন প্রতিভা। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার এবং পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি তো আনোয়ারের ছায়াই দেখতে পান সাইমের মধ্যে।
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কারণে গিলেস্পি দেখতে পেয়েছেন, সাইমের দুর্দান্ত স্ট্রোকপ্লে, ধৈর্য্য ও দক্ষতা। এসব গুণাবলী একসময় যে আনোয়ারের ছিল, সেটা সর্বজনবিদিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় গিলেস্পি বলেছেন, ‘সাঈদ আনোয়ার ছিলেন অন্যতম সেরা খেলোয়াড়। আমি সাইম আইয়ুবের মধ্যে তার কিছু দেখতে পাচ্ছি।’
গত ১৮ মাসে সাইমের উত্থান ছিল অসাধারণ। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। যদিও আনোয়ারের কাছাকাছি যেতে ২২ বছরের এই ক্রিকেটারকে আরও বহু পথ পাড়ি দিতে হবে। সব সংস্করণ মিলিয়ে আনোয়ারের ১৩ হাজারেরও বেশি রান আছে। সীমিত ওভারের ক্রিকেটকে নতুনভাবে চিনিয়েছিলেন তিনি।
এখনো পর্যন্ত সাইম আইয়ুব পাকিস্তানের হয়ে আটটি টেস্ট, নয়টি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার মোট রান ১ হাজার ৩৭৭। ইনজুরি কাটিয়ে বর্তমানে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন সাইম। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একটি ফিফটি হাঁকিয়ে দারুণ ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।