পাঞ্জাবের হয়ে আর্শদীপের ইতিহাস
চলতি আইপিএলে দারুণ ফর্মে আছে এখনো পর্যন্ত কোনো শিরোপা জিততে না পারা পাঞ্জাব কিংস। কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই যাত্রায় পেয়েছেন দুর্দান্ত কিছু ক্রিকেটার। যার মধ্যে অন্যতম পেসার আর্শদীপ সিং। পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে আর্শদীপের জুড়ি মেলা ভার।
গতকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও ঝলক দেখিয়েছেন আর্শদীপ। ১৪ ওভারে নেমে আসা ম্যাচে বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আর্শদীপ।
দুরন্ত বোলিংয়ে একটি ইতিহাসও গড়ে ফেললেন আর্শদীপ। আইপিএলের ইতিহাসে পাঞ্জাবের সবচেয়ে সফল বোলারে পরিণত হলেন তিনি। বেঙ্গালুরু ওপেনার ফিল সল্টকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন এই বাঁহাতি পেসার। তিনি ছাড়িয়ে গেলেন সাবেক স্পিনার পীযূষ চাওলাকে। পাঞ্জাবের হয়ে ৮৭টি ম্যাচে ৮৪টি উইকেট নিয়েছিলেন চাওলা। আর সল্ট হলেন আর্শদীপের ৮৫তম উইকেট।
পরে বিরাট কোহলিকেও আউট করেন আর্শদীপ। তাতে শুক্রবারের পর পাঞ্জাবের হয়ে ৭২টি ম্যাচে আর্শদীপের উইকেট সংখ্যা হল ৮৬টি। পাঞ্জাবের হয়ে আইপিএলে সফলতম বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই পেসার ৬১টি ম্যাচ খেলে ৭৩টি উইকেট নিয়েছেন।
পাঞ্জাবের হয়ে উইকেট সংগ্রহে চতুর্থ স্থানে অক্ষর প্যাটেল। পাঞ্জাবের জার্সি গায়ে আইপিএলে অক্ষরের ৬৯টি উইকেট রয়েছে ৭৩টি ম্যাচ খেলে। তালিকায় পঞ্চম স্থানে মোহাম্মদ শামি। উত্তরপ্রদেশে জন্ম নেওয়া এই পেসার পাঞ্জাবের হয়ে ৪২টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট নিয়েছেন।