ভারতীয় লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, নিষিদ্ধ মালিক
ভারতের মুম্বাই টি-টোয়েন্টি লিগে একটি দলের অন্যতম মালিক গুরমিত সিংহ ভামরাকে ম্যাচ গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র এই নিষেধাজ্ঞা দেন।
জানা যায়, ভারমরা শুধু মুম্বাই টি-টোয়েন্টি লিগে নয়, কানাডা টি-টোয়েন্টি লিগের সঙ্গেও যুক্ত ছিলেন। যদিও সেই লিগ বন্ধ হয়ে গেছে। দুই ক্রিকেটার ধবল কুলকর্নি এবং ভাবিন ঠাক্করকে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন।
মুম্বাই টি-টোয়েন্টি লিগে খেলতেন ভারতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলা কুলকর্নি। যদিও সেই লিগের সঙ্গে এখন আর জড়িত ছিলেন না ভামরা। ২০১৯ সালের পর করোনা অতিমারির জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই লিগ। এই বছরই সেই লিগ আবার শুরু করা হয়েছে। সোবো সুপারসোনিক্স নামক একটি দলের অন্যতম মালিক ছিলেন ভামরা।
তবে ভামরাকে কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটা বলা হয়নি। মনে করা হচ্ছে অন্তত পাঁচ বছর বা পুরো জীবনের জন্য নির্বাসিত করা হয়েছে তাকে। ভামরার কথায় সনু ভাসান নামে এক ব্যক্তি ভাবিনের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ভাবিনকে টাকা এবং অন্যান্য জিনিসের লোভ দেখানো হয়েছিল। তিনি যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। কুলকর্নিকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তার সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, তা জানা যায়নি।