ফিলিপসের দুর্ভাগ্যে কপাল খুলল শানাকার

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১২:০৮
শেয়ার :
ফিলিপসের দুর্ভাগ্যে কপাল খুলল শানাকার

গত ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের কুঁচকিতে চোট পান গুজরাট টাইটানসের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। ওই চোটে আইপিএলই শেষ হয়ে যায় কিউই তারকার। এবার তার পরিবর্তে গুজরাট দলে নিয়েছে শ্রীলংকান অলরাউন্ডার দাসুন শানাকাকে। ৭৫ লক্ষ রুপিতে তাকে দলে ভিড়েছেন তিনি। 

আইপিএলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর বাকি ম্যাচগুলোর জন্য আহত গ্লেন ফিলিপসের বদলি হিসেবে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে নিয়েছে গুজরাট টাইটানস।’

ফিলিপস ইনজুরিতে পড়েন প্রসিদ্ধ কৃষ্ণার বলের সময়। তার করা একটি শর্ট বলে ইশান কিষাণ বল ঠেলে দিয়েছিলেন পয়েন্টে। রান আটকানোর জন্য ব্যাপক চেষ্টা করেন ফিলিপস। তবে রান সম্পন্ন করলেও বড় আঘাত পান ফিলিপস। কয়েক মিনিট পরে তাকে মেডিকেল টিমের সঙ্গে মাঠ থেকে বের করতে হয়েছিল।

ফিলিপস ২০২৫ আইপিএল মৌসুমের একটি ম্যাচও খেলতে পারেননি। তিনি বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ফিল্ডারদের একজন, এবং গুজরাট হায়দরাবাদের বিপক্ষে বিরুদ্ধে তাকে কাজে লাগাতে চেয়েছিল। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ফিল্ডিংয়ে নিজের দক্ষতা দেখিয়েছেন ফিলিপস। 

২০২৫ আইপিএলের মেগা নিলামে ২ কোটি টাকায় গুজরাটে যোগ দিয়েছিলেন ফিলিপস। দুটি ভিন্ন দল, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের হয়ে আটটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও সেই যাত্রায় সফল হননি তিনি। মোটে ৬৫ রান এসেছে তার ব্যাটে, যার মধ্যে সর্বোচ্চ ২৫। 

এদিকে, অলরাউন্ডার শানাকা শ্রীলঙ্কার হয়ে ১০২ টি-টোয়েন্টিতে ১৯.৬৭ গড়ে ১ হাজার ৪৫৬ রান করেছেন। যেখানে আছে পাঁচটি অর্ধশতক। এছাড়া নামের পাশে ৩৩ টি-টোয়েন্টি উইকেট আছে তার। তিনি শ্রীলঙ্কার হয়ে ৭১ টি ওয়ানডে এবং ৬টি টেস্টও খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারে ৬৩ ইনিংসে দুটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতকসহ ২২.৩৯ গড়ে ১ হাজার ২৯৯ রান করেছেন শানাকা। ৩৭ গড়ে ব্যাটিং করা এই তারকার উইকেটও আছে ২৭টি। তিনি শ্রীলঙ্কার হয়ে ২০২২ সালের এশিয়া কাপজয়ী অধিনায়ক।

টি-টোয়েন্টি লিগ সার্কিটেও একটি সুপরিচিত নাম শানাকা। সব মিলিয়ে ২৪৩ ম্যাচ খেলে ২২২ ইনিংসে ব্যাট করে ২৬.১৭ গড়ে ৪ হাজার ৪৪৯ রান করেছেন তিনি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং ১৬টি ফিফটি রয়েছে। এছাড়া ২৫.২৯ গড়ে ৯১টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে, ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটানসের সঙ্গে ছিলেন তিনি। সেবার ৩টি ম্যাচ খেলেছেন।