রাজনীতির ওপর ভিত্তি করেই পিসিবি চেয়ারম্যান নিয়োগ পান: হাফিজ

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
রাজনীতির ওপর ভিত্তি করেই পিসিবি চেয়ারম্যান নিয়োগ পান: হাফিজ

ঘন ঘন ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নিয়োগের কারণে বেশ দুর্নাম আছে পাকিস্তানের। অবশ্য, দেশটির রাজনীতির কারণেই এমন হয়। নতুন রাজনৈতিক কোনো দল এলেই তাদের পছন্দমতো বোর্ডপ্রধান নিয়োগ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। অকপটে এই কথা স্বীকার করলেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। 

সম্প্রতি 'এক্স'-এ ভক্তদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ‘পিসিবি চেয়ারম্যানের নিয়োগ সর্বদা রাজনৈতিক পটভূমির ওপর ভিত্তি করে হয়... বাকিটা সম্পর্কে আমি জানি না।’

দলের তরুণ ক্রিকেটার আব্দুল্লাহ শফিক এবং সাইম আইয়ুবের প্রশংসাও করেছেন হাফিজ। তাদের পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ বলেও অভিহিত করেছেন তিনি, ‘আবদুল্লাহ শফিক এবং সাইম আইয়ুব পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ। তারা যেন সকল ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকে।’

পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স সত্ত্বেও দলকে আগের মতোই সমর্থন করেন হাফিজ, ‘যখন পাকিস্তান ভালো করে না, তখন একজন ভক্ত হিসেবে কষ্ট হয়, কিন্তু আমি তাদের নিঃশর্ত সমর্থন করি এবং সর্বদা দলটি সফল হোক, সেটা চাই।’

জাতীয় দলে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের গুরুত্ব তুলে ধরে হাফিজ বলেন, ‘বাবর এবং রিজওয়ান এমন মানসম্পন্ন খেলোয়াড়, যারা পাকিস্তানের হয়ে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরও প্রভাববিস্তরী হওয়ার জন্য তাদের শুধু তাদের দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা উন্নত করতে হবে। তাদের সেটি করার প্রতিভা আছে।’

ইংরেজি বলার দক্ষতা নিয়ে বেশ সমালোচিত হন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। সম্প্রতি সেটি নিয়ে কথাও বলেছেন তিনি। হাফিজ রিজওয়ানকে সমর্থন দিয়ে বলেন, ‘মানুষ একজন তারকাকে তার ভাষা দক্ষতার জন্য অপমান করছে দেখে খারাপ লাগল। খুবই দুঃখিত।’