যে ‘গোয়ার্তুমি’র কারণে বাবরকে ছাড়তে বাধ্য হয়েছিল করাচি

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫১
শেয়ার :
যে ‘গোয়ার্তুমি’র কারণে বাবরকে ছাড়তে বাধ্য হয়েছিল করাচি

২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত করাচি কিংসে খেলেছেন বাবর আজম। তবে ২০২৩ সালের নিলামের শুরুতে দল পরিবর্তন করেন এই তারকা ব্যাটার, যোগ দেন পেশোয়ার জালমিতে। বাবর কেন ২০২৩ সালের নিলামের আগে দল পরিবর্তন করেছেন তার কারণ সম্প্রতি ব্যাখ্যা করেছেন করাচি কিংসের মালিক সালমান ইকবাল। 

খোলামেলা আলাপচারিতায় ইকবাল জানিয়েছেন,ব্যাটিং পজিশন নিয়ে বাবরের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম সে (বাবর) তিন নম্বরে ব্যাট করুক। কিন্তু সে তার জায়গা পরিবর্তন করতে রাজি ছিল না। সেই কারণেই আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি।’

৩০ বছর বয়সী এই খেলোয়াড় তার টি-টোয়েন্টি ক্যারিয়ারজুড়ে ধারাবাহিকভাবেই ইনিংস ওপেনিং করতে পছন্দ করেছেন বাবর। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট; সব জায়গায়ই ওপেনিংয়ে নেমে দলকে টেনে নেওয়া ও ইনিংসের সুর তৈরি করে দেওয়ার কাজটি করেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। 

পিএসএলে ৯০টি পিএসএল ইনিংসের মধ্যে বাবর ৭৬ বার ওপেন করেছেন। এই সময়ে তিনি ৪৭.০১ গড় এবং ১২৯.১৩ স্ট্রাইক রেটে ৩ হাজার ১০৩ রান করেছেন। তার রেকর্ড ২৮টি হাফ-সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি রয়েছে।

চলতি পিএসএলেও ওপেনার হিসেবে খেলছেন বাবর। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তিনি প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন এবং পরের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র এক রান করতে পারেন। বাজে ফর্মের কারণে তাকে নিয়ে চারদিকে শুরু হয়েছে সমালোচনা। ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংসের পর থেকে তিনি কোনো সংস্করণে সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন।