ফের নিষিদ্ধ অ্যাথলেট জহির

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১০:০৭
শেয়ার :
ফের নিষিদ্ধ অ্যাথলেট জহির

আবারও নিষিদ্ধ হয়েছেন জহির রায়হান। শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে এই অ্যাথলেটকে নিষিদ্ধ করা হয়।

এ নিয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতাসহ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে ছয় মাস অংশ নিতে পারবেন না জহির।

এই বিবৃতিতে বলা হয়েছে গত মার্চে চীনে হওয়া ওয়ার্ল্ড এ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপের পর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘মিথ্যা তথ্য প্রকাশ’ ও ফেডারেশনের ‘ভাবমূর্তি ক্ষুন্ন করা’ এবং জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের শৃঙ্খলা ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন জহির।

নানজিংয়ের ওই প্রতিযোগিতায় ৪০০মিটার ইভেন্টে অংশ নিয়েছিলেন জহির। হিটে ২৯ জনের মধ্যে ২৫তম হওয়া এই অ্যাথলেট অভিযোগ করে ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিদায়ই আমাদের ভাগ্য। কারণ আমাদের জন্য অনুশীলনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। নিজের গাঁটের পয়সা খরচ করে অনুশীলন করেছি। এভাবে কি পদক জয়ের স্বপ্ন দেখা যায়?’

বিজ্ঞপ্তিতে অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, ওই ঘটনার পর নানাভাবে জহির শৃঙ্খলা ভেঙেছেন। ঈদের ছুটি কাটিয়ে ‘ক্যাম্পে যোগদান না করা’, বিকেএসপিতে কার অধীনে অনুশীলন, তা ফেডারেশনকে না জানানোর এবং এ বিষয়ে নোটিশ দিয়েও তিন দিনের মধ্যে জবাব না পাওয়ার কথাও বলা হয়েছে।

এর আগে ২০২১ সালে নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ, বিনা অনুমতিতে জাতীয় ক্যাম্পে অনুপস্থিত, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার এবং বেশ কিছু অভিযোগোর কারণে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্রীড়া কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার হয়েছিলেন জহির। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে তিনি অঙ্গীকার করলে পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল ফেডারেশন।