রেলপথ অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

এম এইচ রবিন
১৭ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
রেলপথ অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সারাদেশে একযোগে আন্দোলনে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। গতকাল বুধবার সারাদেশের শিক্ষার্থীরা ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকায় সাতরাস্তা, কুমিল্লার কোটবাড়ী, রাজশাহীর ভদ্রা মোড়, খুলনা, রংপুর ও পাবনাসহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের কারণে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ হয়েছে। শিক্ষা প্রশাসন আন্দোলনকারীদের দাবি পূরণের আশ^াস দিলেও অনড় শিক্ষার্থীরা আজও সারাদেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ডেকেছে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন কোটা বাতিল, টেকনিক্যাল শিক্ষায় নিয়োগে শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগ, বিভাগীয় শহরগুলোতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, মাধ্যমিকে কারিগরি শিক্ষা চালু, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যূনতম বেতন নির্ধারণ এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টদের গ্রেড পরিবর্তন বাতিল।

শিক্ষা প্রশাসন শিক্ষার্থীদের দাবি আমলে নিয়েছে বলে জানানো হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বলেন, তাদের অনেক দাবি যৌক্তিক, আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। কিছু দাবি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ

মোস্তাফিজুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমরা একমত। দাবি পূরণের জন্য শিক্ষা প্রশাসনকে সময় দিতে হবে।

তবে শিক্ষার্থীরা এই আশ্বাসে সন্তুষ্ট নন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান পদোন্নতিতে কোটা বাতিল ও ‘ক্রাফট ইনস্ট্রাক্টর’ পদ বিলুপ্তির ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে।

রাজশাহী ব্যুরো জানিয়েছে, ছয় দফা দাবিতে রাজশাহীর পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করলে যানজট ও ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অবরোধের পর কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। কুমিল্লার নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, দাবি আদায়ে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা কোটবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী হস্তক্ষেপে তা মুক্ত হয়। এর আগে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজন আহত হন। খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা রূপসা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে দিয়ে রেল যোগাযোগ বন্ধ করেন। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর পলিটেকনিক শিক্ষার্থীরা শাপলা চত্বরে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। পাবনা প্রতিনিধি জানান, পাবনায় পলিটেকনিক শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে যানজটে জনদুর্ভোগ হয়। জেলা প্রশাসকের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজ তিন ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা; জেলা প্রশাসকের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন; পরে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

ফেনী প্রতিনিধি জানান, ছয় দফা দাবিতে ফেনীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা; প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে এবং দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রামে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা; পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বরিশাল ব্যুরো জানিয়েছে, বরিশালে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করলে শহর জুড়ে যানজট সৃষ্টি হয়; বিকালে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তিন ঘণ্টা কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, টাঙ্গাইলের রাবনা বাইপাসে ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়।