মোহিত শর্মার নাম ‘মারিয়া শারাপোভা’ দিয়েছিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২০:৪৮
শেয়ার :
মোহিত শর্মার নাম ‘মারিয়া শারাপোভা’ দিয়েছিলেন ধোনি

২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে পাঁচটি মহিলা একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন টেনিস তারকা মারিয়া শারাপোভা। রাশিয়ান এই টেনিস সুন্দরী আরও একটি কারণে বিখ্যাত ছিলেন। সেটি টেনিস কোর্টে শট খেলার সময় প্রতিবার তার জোরে শব্দ করার জন্য। এবার একই কারণে মোহিত শর্মাকে মারিয়া শারাপোভা নামে ডাকলেন মহেন্দ্র সিং ধোনি। 

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত নিজেই একথা জানিয়েছেন। বল করার সময় শব্দ না করার চেষ্টা করলেও সফল হন ন বলে জানিয়েছেন তিনি। তবে এই শব্দ করা তাকে বোলার হিসেবে যে মানসিকভাবে এগিয়ে রাখে সেটিও স্বীকার করেছেন মোহিত। 

ভারতীয় এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত নই যে এটি (মুখ থেকে জোরে শব্দ বের হওয়া) কীভাবে হয়েছিল। আমি এটা না করার চেষ্টা করি, কিন্ত এটা এমনিতেই হয়ে যায়। এক পর্যায়ে মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাই আমাকে ‘‘মারিয়া শারাপোভা’’ ডাকনাম দিয়েছিলেন। আমি বলতাম, ‘‘এই শব্দের কারণে ব্যাটাররা মনে করে যে বলটি ১৪৫-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আসবে, যদিও বলটি তার চেয়ে অনেক ধীরগতিতে করি। তাই, এটি আমার জন্য একটি প্লাস পয়েন্ট।’

২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতের হয়ে ২৬টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই সংস্করণে মোট ৩৪টি উইকেট আছে তার। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। 

মোহিতের বয়স এখন ৩৬। এই বয়সে এসে নতুন করে এগিয়ে যাওয়ার ব্যাপারে আর খুব বেশি ভাবছেন না তিনি, ‘আমি পরবর্তী দুই বছরের দিকে তাকাচ্ছি না। আমি এমন ব্যক্তি নই যে দীর্ঘমেয়াদী চিন্তা করে কারণ আমি শিখেছি যে যখন আপনি কোনোকিছু পরিকল্পনা করেন, তখন কখনো কখনো সেগুলি আপনার ইচ্ছামতো হয় না। এক বা দুই বছর অনেক দীর্ঘ। আমি কেবল দুই দিন, চার দিন, এক সপ্তাহ কিংবা পরবর্তী ম্যাচের কথা ভাবছি।’