নারাইনদের বিরুদ্ধে নারাইনকে ছাড়িয়ে সবার ওপরে চাহাল
আগের ম্যাচে ২৪৫ রান করেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেটে হারতে হয়েছিল পাঞ্জাব কিংসকে। সেই একই দল গতকাল মঙ্গলবার মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পায় ১৬ রানে। দলের দুর্দান্ত এই জয়ে বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। পাঞ্জাবের এই বোলার ৪ ওভার বল করে মাত্র ২৮ রানের বিনিময়ে শিকার করেছেন ৪ উইকেট।
১১০ রানের লক্ষ্যে একসময় ২ উইকেট হারিয়েই ৬২ রান তুলে ফেলে কলকাতা। সেখান থেকে শেষ ৮ উইকেট হারায় মাত্র ৩৩ রানের মধ্যে। চাহাল শিকার করেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে, অংকৃশ রঘুবংশী, রিংকু সিং ও রামনদীপ সিংয়ের মতো গুরুত্বপূর্ণ উইকেট।
দলের জয়ে বড় অবদান রেখে একটি আইপিএল রেকর্ডও গড়ে ফেললেন চাহাল। টুর্নামেন্টটির ১৮ আসরের ইতিহাসে এখন সবচেয়ে বেশি ম্যাচে ‘৪ উইকেট’ নেওয়ার কৃতিত্ব এই লেগ স্পিনারের। এতদিন যেই রেকর্ড ছিল কলকাতার সুনীল নারাইনের দখলে।
আইপিএল ক্যারিয়ারে এখন ৮ বার ‘৪ উইকেট’ নেওয়ার রেকর্ড চাহালের। এর মধ্যে কলকাতার বিপক্ষেই তিনবার ‘চার উইকেট’ নিলেন এই লেগ স্পিনার। যা কোনো দলের বিপক্ষে কোনো একক ক্রিকেটারের সর্বোচ্চ। কলকাতার বিপক্ষে সব আসর মিলিয়ে চাহালের উইকেট ৩৩টি। কোনো একক দলের বিপক্ষে কোনো ক্রিকেটারের এটি তৃতীয় সর্বোচ্চ উইকেট। চলতি আইপিএলে ৬ ম্যাচে এখনো পর্যন্ত চাহালের উইকেট ৬টি। ইকোনমিও দশের ওপরে। আগের ৫ ম্যাচে তেমন ভূমিকা রাখতে পারেননি তিনি।
গতকাল ৪ উইকেট শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটশিকারীদের তালিকায়ও এগিয়ে গেলেন চাহাল। টি-টোয়েন্টিতে মোহাম্মদ নবী (৩৬৯ উইকেট) ও মোহাম্মদ আমিরদের (৩৬৬ উইকেট) পেছনে ফেলে এখন ১১তম সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৩১৮ ম্যাচে চাহালের উইকেটসংখ্যা ৩৭০। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। টি-টোয়েন্টিাতে সবচেয়ে বেশি উইকেট আফগানিস্তানের রশিদ খানের। ৪৬৮ ম্যাচে ৬৩৮ উইকেট আছে এই লেগ স্পিনারের।